তামিলনাড়ুতে বাড়ির নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনা, প্রাণ হারালেন ৬ নির্মাণ কর্মী

উটি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : তামিলনাড়ুর উটির কাছে বাড়ির নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন নির্মাণ কর্মী। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উটির কাছে লাভডেলেতে। আরও দু’জন কর্মীকে গুরুতর আহত অবস্থায় উটির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন নির্মাণ কর্মীর কোনও খোঁজ পাওয়া যায়নি, সম্ভবত সে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে। নিহতরা সবাই মহিলা শ্রমিক বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ১০ জনেরও বেশি নির্মাণ কর্মী একটি বাড়ির নির্মাণকাজ করছিলেন। সেই সময় কাঁদামাটির ধস নামে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি দেওয়াল। আর ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৬ জন শ্রমিকের। দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও একজনকে খোঁজ পাওয়া যায়নি।