আগরতলা, ৭ ফেব্রুয়ারি : কৃষিজ উন্নতিতে রাজ্যে ৩২ ধরনের ধান নিয়ে গবেষণা হচ্ছে। আজ অরুন্ধতীনগরে সিড রিসার্চ সেন্টার পরিদর্শন শেষে একথা বলেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ। সাথে তিনি যোগ করেন, রাজ্যে আরও দুটি অর্গানিক টেস্টিং ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে কৃষি দপ্তর।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় উন্নতস্তরের মৃৎ পরীক্ষার ও ব্যবস্থা রয়েছে।
যেখানে মাটির প্রকৃতি জেনে চাষ নির্ধারণ করা হয়। তাছাড়া রয়েছে সার পরীক্ষার ব্যবস্থাও। যাতে করে যে কোন সার প্রয়োগ করে কৃষির ক্ষতি না হয়ে যায়।
তাঁর কথায়, অরুন্ধতীনগরের সিড রিসার্চ সেন্টারে পাঁচ ধরনের শস্যের উপর গবেষণাও রয়েছে। গবেষণালব্ধ ফলাফলের উপর দাঁড়িয়ে রাজ্য দ্রুত স্বয়ম্ভরতার লক্ষ্যমাত্রা ছুতে চলেছে বলে আশা ব্যক্ত করেন তিনি।
এদিন তিনি আরও বলেন, রাজ্যে কোনোভাবে ভেজাল সারের প্রবেশ না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। আগামীদিনে অরুন্ধতীনগরের সিড রিসার্চ সেন্টারকে আরও শক্তিশালী করে তুলতে হবে।
