আগরতলা,৭ ফেব্রুয়ারি: অটোর ধাক্কায় আহত হয়েছে ২ যুবক ।বর্তমানে তাঁরা সোনামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন। ওই ঘটনাকে ঘিরে মেলাঘরের ইন্দিরানগর গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে।
জানা গিয়েছে, মেলাঘরের ইন্দিরানগরে অটোর ধাক্কায় আহত হয়েছে দুই যুবক জাকির হোসেন ও সেলিম মিয়া। এখানকার স্থানীয় লোকজন বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার ভয়াবহতা দেখে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। খবর পেয়ে দমকলবাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে সোনামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনায় ঘাতক অটো পালিয়ে গিয়েছে।