হরদা, ৬ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের হরদায় ভয়াবহ আগুন লাগল একটি আতসবাজির কারখানায়। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১১ জনের, এছাড়াও কমপক্ষে ৮৭ জন আহত হয়েছেন। বেসরকারি মতে, আহতের সংখ্যা শতাধিক। আতসবাজির কারখানা সংলগ্ন ৬০টি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে তথ্য চেয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি বলেছেন, নিহতদের পরিবারবর্গকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সকালে রাজ্যের হরদা জেলার বৈরাগড়ের ওই বাজি কারখানায় আচমকাই আগুন ধরে যায়। তার পর একের পর এক বিস্ফোরণ ঘটে। ভয়ানক শব্দে কেঁপে ওঠে কারখানার আশপাশের এলাকাও। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। বহু দূর থেকে সেই আগুনের গোলা এবং ধোঁয়া দেখা গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই বিস্ফোরণ এবং তার জেরে আশপাশের ৬০টি বাড়িতে আগুন ধরে যায়। ওই বাড়ির বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। খালি করে দেওয়া হয়েছে আশপাশের একশোটিরও বেশি বাড়ি। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। এসেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণের জেরে ৩০ জন শ্রমিক ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। বিস্ফোরণ যখন ঘটে সেই সময় বহু শ্রমিক কারখানার ভিতরেই ছিলেন। বিস্ফোরণের ফলে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, শ্রমিকরা ভিতরেই আটকে পড়েন। জেলা কালেক্টর ঋষি গর্গ বলেছেন, মঙ্গলবার সকালে একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। উদ্ধার অভিযান চলছে। ১১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন এবং গুরুতর আহতদের ভোপাল ও ইন্দোরে স্থানান্তরিত করা হচ্ছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, “এই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছেন। ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমাদের মন্ত্রী রণবেন্দ্র প্রতাপ সিং, ডিজি হোম এবং প্রায় ৪০০ পুলিশ কর্মী ঘটনাস্থলে রওনা হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি আমরা। আমরা নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে।” জেলা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন মন্ত্রী উদয় প্রতাপ সিং। তিনি অবশ্য জানান, ৮ জনের মৃত্যু হয়েছে ও কমপক্ষে ৮৭ জন আহত হয়েছেন।

