রাতের আঁধারে দুই দোকানে চুরি

আগরতলা,৬ ফেব্রুয়ারি : রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। মেলাঘর দক্ষিণ বাজারে দুই দোকানের চুরির ঘটনা প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গিয়েছে, গতকাল রাতে মেলাঘর দক্ষিণ বাজারে দুই দোকানে চোরের দল হানা দিয়েছে। চোরের দল দোকানের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিলেন।  আজ সকালে দোকান মালিক এসে লক্ষ্য করতে পেয়েছেন তালা ভাঙা অবস্থায় রয়েছে। সাথে সাথে তিনি পুলিশকে খবর পাঠিয়েছেন।

জনৈক দোকান মালিক জানিয়েছেন, চোরের দোল দোকানের ক্যাশ বাস্ক থেকে নগদ ১৫০০০টাকা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়েছে ।