নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ”এবারের লোকসভা নির্বাচনে ৩৭০ আসন পাবে বিজেপি, আর এনডিএ ৪০০ আসন পার”, প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাল কংগ্রেস। কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল মঙ্গলবার সংসদ চত্বরে দাঁড়িয়ে বলেছেন, “এখন নির্বাচনের প্রয়োজন নেই। তিনি ইতিমধ্যে ৪০০টি আসন পেয়েছেন, তাই নির্বাচন করে কী লাভ। গণতন্ত্রে সবকিছুই জনগণের দ্বারা নির্ধারিত হয়। আমাদের পূর্ণ আস্থা আছে, দেশের জনগণ এই স্বৈরাচারী সরকার পরিবর্তন ও অপসারণের সিদ্ধান্ত নেবে।”
এদিকে, প্রধানমন্ত্রীর ৪০০ পার মন্তব্য প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “মনে হচ্ছে ইভিএম-এ মোদীজির কিছু হাত থাকবে।” আর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স সাংসদ ফারুক আব্দুল্লাহ বলেছেন, “তাঁরা কাছে একটা জাদুর প্রদীপ আছে, তাই সে যা বলে তা সত্যি হতে পারে।”