BRAKING NEWS

ভাড়া বাড়িতে গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা এক ব্যক্তির 

কৈলাসহর, ৬ ফেব্রুয়ারি: কৈলাসহরের বৌলাবাসা ৪নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির ফাঁসিতে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় যে, দুলাল দাস বৌলাবাসা ৪নং ওয়ার্ড এলাকায় রসমতি দাস নামে এক মহিলার বাড়িতে ভাড়া থাকতেন।  দুলাল দাসের কৈলাসহরে একটি দোকান ছিল। 

আজ সকালবেলা স্থানীয়রা রসমতি দাসের বাড়িতে থাকা একটি আমগাছের মধ্যে দুলাল দাস ফাঁসিতে ঝুলে রয়েছে দেখতে পায়  স্থানীয়রা। পরবর্তী সময় স্থানীয়রা রসমতি দাসকে ডাকাডাকি শুরু করলে তিনি ঘর থেকে বের হন। এরপর তিনি দেখতে পান আমগাছের মধ্যে ফাঁসিতে ঝুলে রয়েছে দুলাল দাস। তবে কি কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা এখনও জানা যায়নি ।

 দুলাল দাস রসমতি দাসের বাড়িতে একাই ভাড়া থাকত বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। উক্ত ঘটনার খবর পাবার পর ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

পাশাপাশি উনার মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত করার পর উনার মৃতদেহ উনার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *