মোরাদাবাদ, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায় বোর্ড পরীক্ষা পর্যবেক্ষণ করবে ৬টি মোবাইল স্কোয়াড। উত্তরপ্রদেশ বোর্ডের উচ্চ বিদ্যালয় ও মাধ্যমিক পরীক্ষা জালিয়াতিমুক্ত করতে ৬টি মোবাইল স্কোয়াড গঠন করা হয়েছে। পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৬টা থেকে। সেসময় থেকে সব মোবাইল স্কোয়াডের সদস্যদের দায়িত্বে থাকতে হবে।
জেলা স্কুল পরিদর্শক ড. অরুণ কুমার দুবে মঙ্গলবার জানিয়েছেন, উত্তরপ্রদেশ বোর্ডের হাইস্কুল এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে। এই পরীক্ষায় হাইস্কুলের ৪২ হাজার এবং ইন্টারমিডিয়েটের প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছেন। পরীক্ষার জন্য ১১০টি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে। জালিয়াতি ছাড়া পরীক্ষা পরিচালনার জন্যও ৬টি মোবাইল টিম গঠন করা হবে। এছাড়া অতিরিক্ত কেন্দ্র প্রশাসকও নিযুক্ত করা হচ্ছে। এরকম প্রায় ৫ থেকে ৬টি পরীক্ষা কেন্দ্র রয়েছে যেখানে বিশেষ নজরদারি রাখা হবে। এজন্য পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। সব কেন্দ্রে স্ট্যাটিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। সেক্টর ম্যাজিস্ট্রেট ছাড়াও পুলিশ দায়িত্বে থাকবেন।

