ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। পশ্চিম জেলা স্তরীয় টেবিল টেনিস টুর্নামেন্ট আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। উদ্যোক্তা পশ্চিম ত্রিপুরা জেলা টেবিল টেনিস এসোসিয়েশন। স্থানীয় এনএসআরসিসি কমপ্লেক্সে টেবিল টেনিস ইনডোর হলে অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ বালক বালিকা উভয়-বিভাগের পাশাপাশি সিনিয়র পুরুষ ও মহিলা সিঙ্গেলসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বয়স গুনতে হবে ০১-০১-২০২৫ তারিখকে ভিত্তি ধরে। আগামী ৮ই ফেব্রুয়ারীর মধ্যে এনএসআরসিসি-র টেবিল টেনিস কোচ আশিস চৌধুরী অথবা জয়ন্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত এন্ট্রি ফি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। টুর্নামেন্ট ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে এবং খেলা হবে নকআউট পদ্ধতিতে।
2024-02-05