কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকাশে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ ফেব্রুয়ারি: দিল্লি সফরে গিয়ে আজ সোমবার নতুন সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী লেখেছেন, ত্রিপুরার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আলোচনা হয়েছে। তাছাড়া, আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কে বিস্তারিত আলোচনাও হয়েছে।