তৃণমূলের ‘সন্ত্রাস’ ও টানা কর্মসূচিকে আক্রমণ সুকান্ত মজুমদারের

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : তৃণমূলের ‘সন্ত্রাস’ প্রসঙ্গে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ ব্যঙ্গ করলেন তৃণমূলের টানা কর্মসূচিকেও।

বাসন্তীতে বিজেপি করার অপরাধে একটি পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করার অভিযোগ প্রসঙ্গে সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “সব জায়গাতেই এটা হচ্ছে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় বিস্তীর্ণ অঞ্চলে এখনও সন্ত্রাসের বাতাবরণ রয়েছে। সন্ত্রাসের কেন্দ্রভূমি হচ্ছে ডায়মন্ডহারবার লোকসভা। এই লোকসভাতেই সব থেকে বেশি সন্ত্রাস হয়।”

তৃণমূলের টানা কর্মসূচি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “সভা মিছিল তো করতে পারছে না৷ যত ভোট আসছে ধরনা কর্মসূচি করবে। মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে গিয়ে মিছিল করছেন, প্রশাসনিক বৈঠকের নামে সভা করছেন। দলের সভা তো করতে পারছে না, লোক আসছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *