ক্যাবল টিভি চ্যানেলের সম্প্রচার সংক্রান্ত উদ্ভূত সমস্যা নিঃসরণে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মিলিত এওজে এবং ইমিএস এর প্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি:  ক্যাবল টিভি চ্যানেলের সম্প্রচার সংক্রান্ত উদ্ভূত সমস্যা নিঃসরণে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে আজ দেখা করেছেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এবং ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির প্রতিনিধিরা। 

এদিন আলোচনাকালে মন্ত্রী ক্যাবল টিভির সম্প্রচার সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে রাজের মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বিষয়টিকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন এবং এ সমস্যার সমাধানে কেন্দ্রীয় মন্ত্রীকে মুখ্যমন্ত্রীও অনুরোধ করেছেন”। 

ত্রিপুরার মত প্রান্তিক রাজ্যে যেখানে কোনো স্যাটেলাইট চ্যানেল নেই, সেখানে ক্যাবল চ্যানেলের সম্প্রচার গণ যোগাযোগ এবং প্রচারের একমাত্র উৎস। ফলে এম এস ও- র মাধ্যমে নথিভুক্ত হয়ে কিংবা কোম্পানি আইনে নিবন্ধীকরণের মধ্য দিয়ে ক্যাবল চ্যানেল চালানো কার্যত অসম্ভব। তাই পরিস্থিতি বিবেচনা করে ত্রিপুরাকে এই চলমান নিবন্ধীকরণ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। 

তবে ভুয়া খবর, অনৈতিক সংবাদ ও অনৈতিক সাংবাদিকতার ক্রমবর্ধমান ঘটনা প্রবাহ নিয়ে এদিনের আলোচনায় উদ্যোগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এক্ষেত্রে ত্রিপুরার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি। যদিও নিবন্ধীকরণ সংক্রান্ত এই সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। 

এ সমস্যা নিঃসরণে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকায় অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রণব সরকার, ড: বিশ্বেন্দু ভট্টাচার্য, সেবক ভট্টাচার্য, জয়ন্ত দেবনাথ, সৌরজিৎ পাল, রঞ্জিত দেববর্মা, প্রসেনজিৎ ভট্টাচার্য, হানিফ আলী, অর্ঘ্যজ্যোতি দত্ত, সমরেশ দে ও মানস দেববর্মা প্রমূখ।