ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। প্রথম ইনিংসে দুর্দান্ত লিড পেয়েছে ত্রিপুরা। ঘরের মাঠে এখন পরবর্তী গুরুত্বপূর্ণ কাজটুকু করতে পারলেই হলো। এবারের কর্নেল সি কে নাইভু ট্রফি পুরুষদের অনূর্ধ্ব ২৩ চার দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেতে মুখিয়ে রয়েছে ত্রিপুরা দল। প্রতিপক্ষ আসাম। খেলা হচ্ছে এখানকার এমবিবি স্টেডিয়ামে। দ্বিতীয় দিনের খেলা শেষে ত্রিপুরা দল ৩৯ রানে এগিয়ে রয়েছে। তবে দ্বিতীয় ইনিংস এর শুরুতে ১৯ রানের মধ্যে দুটো উইকেট হারিয়ে শিবির কিছুটা সঙ্গীন অবস্থায় রয়েছে। আগামীকাল ম্যাচের তৃতীয় দিনের প্রথম বেলায় রাজ্য দলের ব্যাটসম্যানরা কতটুকু কামব্যাক করতে পারে এবং প্রতিপক্ষ আসামের বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারে, তার উপরই নির্ভর করছে ম্যাচের ভবিষ্যৎ। ত্রিপুরার প্রথম ইনিংসে সমৃদ্ধ ২৬৬ রানের জবাবে প্রতিপক্ষ আসাম ২৪৮ রানে তাদের প্রথম ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ১৮ রানে লিড নিয়ে ত্রিপুরা দল দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে সাত ওভারে ২ উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে। প্রথম ইনিংসে ত্রিপুরা দলের ওপেনার দিপজয় দেবের ৭৮ রান এবং ইন্দ্রজিৎ দেবনাথ এর ৪৮ রানের পাশাপাশি আসাম দলের জিতু আলীর ৬৮ রান উল্লেখ করার মতো।