নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মধ্যপ্রদেশের প্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন মোহন যাদব। এছাড়াও নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়ে থাকতে পারে।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী আমাকে আশীর্বাদ করেছেন, যাতে মধ্যপ্রদেশে সরকার ভালভাবে কাজ করে এবং জনগণের জন্য সমস্ত কাজ করে। রাজ্যের উন্নয়নমূলক কাজে মনোযোগ দেওয়ার বিষয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী।”

