নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি: সোমবার দক্ষিণ দুর্গাপুর রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রজীবনের ভবিষ্যৎ গঠনের মূলভিত্তি।
ভবিষ্যৎ মানে শুধুই আর্থিক নিশ্চয়তা নয়, সুশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সুস্থতারও নিশ্চয়তা। সুস্থ শরীর থাকলে তবেই মানুষ নিজের জীবনকে উপভোগ করতে পারে। তাই সুস্থ ও নীরোগ ভবিষ্যতের জন্য বিদ্যালয় জীবন থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ।
সোমবার দক্ষিণ দুর্গাপুর রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই ভাবেই কথাগুলো বলেন স্হানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
এদিন দুপুর বারোটায় সুসজ্জিত স্কুল মাঠে প্রদীপ জ্বেলে ও পতাকা উত্তোলনের মাধ্যমে বিদ্যালয়ের এই অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন স্হানীয় পঞ্চায়েত প্রধান শিখা রানী দাস, কল্যানপুর ব্লকের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নমিতা চক্রবর্তী, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি গণেশ চক্রবর্তী, প্রধান শিক্ষক তপন দাস প্রমুখ।
উদ্ধোধকের ভাষণে বিধায়ক দাস চৌধুরী বলেন সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। বর্তমান সময়ে শহরাঞ্চলের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও সরকার খেলাধুলার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করে আসছে।
শুরুতেই স্কুলের ছাত্র-ছাত্রীরা পিটি প্রদর্শনের মাধ্যমে উপস্থিত সকলের নজর কাড়ে। পরবর্তীতে বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে সাঁইত্রিশটি ইভেন্টে খেলার প্রতিযোগিতা হয়। শুধু তাই নয় ভিড়ে টাসা স্কুল মাঠে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় অভিভাবকদের মধ্যেও দৌড় প্রতিযোগিতা গোটা অনুষ্ঠানে বাড়তি উন্মাদনা দেখা দেয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্দ্ধে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রতিটি ইভেন্টের প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল অংশের ছাত্রছাত্রী, শিক্ষক- শিক্ষিকা, কর্মচারী সহ অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

