ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। ত্রিপুরা স্পোর্টস ক্লাইম্বিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ১০ ফেব্রুয়ারি এক দিনের ক্লাইম্বিং প্রদর্শনী এবং প্রাক্তন খেলোয়ার প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে। সকল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ছেলে মেয়েদের প্রশিক্ষণ চলবে। সবার জন্য এই প্রদর্শনী উন্মুক্ত। প্রত্যেক খেলোয়াড়দের ১০ ফেব্রুয়ারির মধ্যে নির্দিষ্ট ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বাধারঘাট স্টেডিয়ামে আর্টিফিশিয়াল ক্লাইম্বিং ওয়ালে এই ক্লাইম্বিং প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। অ্যাসোসিয়েশন এর পক্ষে অসিত দাস ও স্মৃতি রানী দাস এর সঙ্গে ৮৭৮৭৮০৯৪১৩ নম্বরে যোগাযোগ করে নাম রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
2024-02-05