নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৪ ফেব্রুয়ারি: ফের যান দুর্ঘটনায় আহত হয়েছেন দুই জন। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১২ টা নাগাদ শান্তিরবাজার মহকুমায়। বাইক ও ঠেলা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ঘটেছে এই দুর্ঘটনাটি।
ঘটনার বিবরনে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা বাজার সংলগ্ন এলাকায় টিআর০৮-এফ-৬১১৭ নাম্বারের বাইক ও একটি ঠেলা গাড়ীর মধ্যে সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় ঠেলা চালক গোপাল রায় ( ৫৫ ) গুরুতর ভাবে আহত হয়েছেন। অপরদিকে বাইকে থাকা পূর্ব চড়কবাই এলাকার বাসিন্দা গৌতম বরুয়াও( ২৫) এই ঘটনায় আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা।
দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনায় ঠেলা চালকের পা ভেঙ্গে যায় বলে জানা গেছে। বর্তমানে শান্তিরবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।