নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি : রাজ্যে আইপিএস এবং টিপিএস পদে রদবদল হল। রবিবার পুলিশের সদর দপ্তরের এক নির্দেশিকায় এই খবর জানানো হয়েছে। মোট ১৭ জন অফিসারের নাম রয়েছে ওই বদলির তালিকায়। তার মধ্যে রয়েছেন আমতলির এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরাকে। উল্লেখ গত মাসেই তাঁকে তেলিয়ামুড়া থেকে আমতলিতে বদলি করা হয়েছিল। তারপরেই তার ছেলে ও মেয়ে গণপিটুনির শিকার হওয়ার অভিযোগ উঠে। যাকে কেন্দ্র করে আমতলীর এসডিপিও পদে যোগদান করার কিছুদিনের মধ্যেই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি বার কয়েক। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণেরও দাবী উঠেছিল। এই ঘটনার জেরেই রদ বদলের তালিকার তাঁর নাম রয়েছে বলে বলে করছে সচেতন মহল। তাকে ১৩ নং টি এস আর ব্যাটেলিয়ানের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট পদে বদলি করা হয়েছে।
এছাড়াও এই তালিকায় রয়েছে এনসিসি থানার এসডিপিও পারমিতা পান্ডে, সদর এসসিপিও দেবপ্রসাদ দত্ত সহ ১৭ জনের নাম। যার মধ্যে ৬জন এসডিপিও- র নাম রয়েছে এই রদবদলের তালিকায়।