কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যের দশ কোটি মানুষের মাথা হেঁট করেছেন মুখ্যমন্ত্রী। তোপ দাগলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ। রবিবার মধ্য কলকাতার মূর্লিধর সেন লেনে বিজেপির মুখ্য কার্যালয়ের সামনে প্রতিবাদে তারা বিক্ষোভ দেখান।
এদিন বিকেল চারটে নাগদ বিজেপির রাজ্য দপ্তর থেকে কলেজস্ট্রিট বিদ্যাসাগর মূর্তি পাদদেশ পর্যন্ত মিছিল করা হয়। শুধু তাই নয় মিছিলে হাতে বর্ণপরিচয় নিয়ে, মুখ্যমন্ত্রীর ছবিতে মধু খাইয়ে দেওয়া হয়। মিছিলে ছিলেন যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা, উত্তর কলকাতার যুব মোর্চার সভাপতি তমগ্ন ঘোষ সহ বিজেপির কর্মীরা। এদিন ইন্দ্রনীল বলেন, ”মুখ্যমন্ত্রী যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন তাতে ভারতের ১৪০ কোটি মানুষের কাছে বাংলার মানুষের মাথা নত হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে অপমান করে গোটা ভারতবাসীকে অপমান করেছেন। তাই এই ঘটনার নিন্দা জানিয়ে রাস্তায় প্রতিবাদে নেমেছি।”