রাঁচি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ড রাজ্যের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতারা সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উষ্ণ অভ্যর্থনার সঙ্গে স্বাগত জানাবেন। আরজেডি কার্যালয়ের কাছে রাহুলকে সাদর অভ্যর্থনা জানানো হবে আরজেডি নেতাদের পক্ষ থেকে। আরজেডি-র মুখ্য মুখপাত্র মনোজ কুমার রবিবার এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
আরজেডি-র মুখ্য মুখপাত্র ডঃ মনোজ কুমার রবিবার জানিয়েছেন যে রাঁচিতে আয়োজিত অনুষ্ঠানে আরজেডি নেতা ও কর্মীরা পতাকা ও ব্যানার নিয়ে অংশ নেবেন। ডঃ মনোজ কুমার আরও বলেন, ঝাড়খণ্ড রাজ্য সভাপতি সঞ্জয় সিং যাদব নির্দেশ দিয়েছেন যে রাঁচিতে বসবাসকারী সমস্ত রাজ্যের আধিকারিক, সেলের নেতা এবং কর্মী, জেলা সভাপতি, ব্লক এবং পঞ্চায়েত নেতা ও কর্মীরা পতাকা এবং ব্যানার নিয়ে সোমবার আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন।