নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৪ ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি দেশে ৩৫০ আসন নিয়ে ক্ষমতায় ফিরছে। কারণ বিরোধী দলগুলোর জোট কোনো কাজে আসবেনা। কারণ যারাই জোটের পক্ষে সোয়াল করছে তারা নিজেরাই বলতে পারছেনা তাদের প্রধানমন্ত্রী কে হবেন। কিন্তু আমরা বলতে পারি আমাদের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। বক্তা প্রাক্তন মন্ত্রী তথা কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব।
আজ বিকালে কমলপুর ৪৫ নং কেন্দ্রের ৫ নং বুথ তথা সংখ্যালঘু মুসলিম অধ্যায়ুষিত গঙ্গানগর গ্রামে আট পরিবারের ৩২ ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে সামিল হয়েছে। ঐ সভায় যোগদানকারীদের হাতে পতাকা তুলে দেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক আইনজীবী কেশব ভৌমিক, দূর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, প্রভারি উত্তম অধিকারী, কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা।
নিজের বক্তব্যে বিধায়ক মনোজ কান্তি দেব বলেন সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়না এই কথাটা ভুল। কারণ ২০১৮ সালে এই পাঁচ নং বুথে দলীয় প্রার্থী হিসাবে দুই শতাধিক ভোটে পিছিয়েছিলাম। কিন্তু ২০২৩ ‘র বিধানসভা নির্বাচনে এই পাঁচ নং বুথে দলের প্রার্থী হিসাবে আমি শতাধিক ভোট বেশি পেয়েছি। তাই মুসলিমরা বিজেপি কে পছন্দ করেনা এই কথাটি ভুল।
তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ৩৫০ টি আসন পাবে। কারণ মোদী হায় তো মুমকিন হায়। তিনি যারা দলে এসেছেন তাদেরকে বলেন সময় নস্ট না করে কাজে লেগে পড়ুন। যারা এখনো সি পি এম -এ আছেন তাদেরকে বলবো আসুন বিজেপি’র হাতকে শক্তিশালী করুন। কারণ বিজেপি ‘র একটাই মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কারণ বিজেপি কোনো রাজনৈতিক রং দেখে বা কোন জাতি কে এটা দেখে কাউকে সুবিধাদি দেয়না।
বিজেপি সরকার সকলের জন্য কাজ করে। শ্রী দেব আহ্বান জানান আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে এই কেন্দ্র থেকে যাতে সবচাইতে বেশি ভোটের ব্যবধানে এগিয়ে দেওয়া যায় সেই শপথ নিতে হবে।এদিকে আজ অন্য একটি সভায় নোয়াগাও গ্রামে সোল পরিবারের ছেচলিসজন ভোটার বিজেপি দলে সামিল হয়। সেখানেও মনোজ কান্তি দেব দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

