BRAKING NEWS

সর্বভারতীয় ক্যারাটেতে ত্রিপুরার দারুন সাফল্য

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি।। নয়াদিল্লির তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামে  অনুষ্ঠিত হয়ে গেলো সেইকোকাই অল ইন্ডিয়া  ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। উক্ত ন্যাশনাল ক্যারাটে  চ্যাম্পিয়নশিপ এ ত্রিপুরা থেকে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা এসোসিয়েশন-এর উদ্যোগে ১০ জন প্রতিযোগী ও  প্রতিযোগিনী অংশগ্রহণ করে ও দুর্ধর্ষ লড়াই করে রাজ্যের জন্য ১টি  স্বর্ণ সহ সর্বমোট ৮টি পদক অর্জন করে ও অভূতপূর্ব সাফল্য নিয়ে আসে। রাজ্য ক্যারাটে দলের এই দারুন সাফল্যে সারা রাজ্যের ক্যারাটে খেলোয়াড় ও অভিভাবকদের মনে খুশির হাওয়া বইছে l এই সাফল্যের নিরিখে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা এসোসিয়েশন-এর পক্ষ থেকে পদকজয়ী ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে । টিম কোচ ও ম্যানেজার বাপন চক্রবর্তী এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *