কলকাতা থেকে যান্ত্রিক ত্রুটির কারণ বিমান উড়তে দেরি, বিক্ষোভ যাত্রীদের

কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিমানযাত্রীরা। জানা গিয়েছে, কলকাতা থেকে তেজপুরগামী একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারনে উড়তে দেরি হয়। তাতেই যাত্রী বিক্ষোভ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীদের এই বিক্ষোভ কিছুটা হলেও বেসামাল হয় বিমানবন্দর এলাকা।

বিমানবন্দর সূত্রে খবর, স্পাইসজেটের এসজি ২৯৬৬ বিমানটি সকাল আটটা পাঁচে তেজপুরের উদ্দেশ্যে প্রস্থানের সময় থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে নির্দিষ্ট সময় উড়তে পারেনি। সময় পরিবর্তন করে সাড়ে দশটা ছাড়ার কথা থাকলেও আবারো ছাড়তে দেরি হয়।

এবিষয়ে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ এর সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, বিমানটি ছাড়তে বিলম্বিত হবে সেক্ষেত্রে বিমানটি কলকাতা থেকে দুপুর একটায় তেজপুরের উদ্দেশ্যে পাড়ি দেবে তাতেই যাত্রী বিক্ষোভ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীরা ১০৪ নম্বর গেটের সামনে ক্ষোভ উগড়ে দেয়। এছাড়াও তেজপুর থেকে দুই যাত্রীর কানেক্টিং ফ্লাইট ধরে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না সেই কারণে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী বিক্ষোভ দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *