দুদিনব্যাপী ফ্রেন্ডস ইউনিয়নে উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে এন্ট্রি আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ৪ ফেব্রুয়ারি।।

আগামী ১৭ এবং ১৮ই ফব্রুয়ারি ২০২৪ তারিখে 

আগরতলা ফ্রেন্ডস ইউনিয়ন ব্যাডমিন্টন ইনডোর হলে উন্মুক্ত 

পুরুষদের ডাবলস এবং মহিলা দের সিঙ্গলস প্রাইজমানি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য ২০০০০ টাকা। প্রতিযোগিতার এন্ট্রি ফি হচ্ছে পুরুষ ডাবলসের প্রতি টিম ৫০০ টাকা এবং মহিলাদের ২০০ শত টাকা।ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার নিয়মাবলী অনুযায়ী খেলা পরিচালিত হবে। প্রতিযোগী দল গুলির মধ্যে  লটারির মাধ্যমে ক্রীড়া সূচি তৈরি করা হবে। এন্ট্রি ফিস জমা দেবার সময় পরিচয় পত্র দেখাতে হবে।এই  ব্যাডমিন্টন প্রতিযোগিতায় যোগ দেবার জন্য রাজ্যের সমস্ত ব্যাডমিন্টন খেলোয়াড়দের প্রতি আহ্বান জানানো হয়।টুর্নামেন্ট কমিটির সাংগঠনিক সচিব অঞ্জন রায়ের নিকট নাম জমা দিতে হবে। এক বিবৃতিতে এই সংবাদ জানান রাজ্য ব্যাটমিন্টন সংস্থার সচিব

রজত কান্তি সেন।