উধমপুর, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু-কাশ্মীরের উধমপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ১ জন। রবিবার জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ ব্যক্তির। আহত হয়েছেন ১জন। রবিবার পুলিশের এক আধিকারিক এই তথ্য জানিয়েছেন।
সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ(এসএসপি) জোগিন্দর সিং দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছেন। তিনি বলেন, জম্মু শ্রীনগর জাতীয় সড়কের টিকরির কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি পরিবার গাড়িতে করে জম্মু থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিল। রাস্তায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। এসএসপি জানিয়েছেন, পরিবারের সদস্যদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত মেয়েকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।