সীকার, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : রাজস্থানের সীকারে শনিবার গভীর রাতে একটি সড়ক দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। সীকার জেলার লসাল থানা এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে গুরুতর আহত হয়েছেন ১ যুবক। শনিবার রাতে একটি সুইফট গাড়ি রাস্তার পাশের খুঁটির সঙ্গে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।
লোসাল থানার এসএইচও রাকেশ কুমার জানিয়েছেন, রাত ২টা নাগাদ দিদওয়ানা রোডে দুর্ঘটনাটি ঘটে। গঙ্গাঘর হোটেলের আগে পুরসভার একটি বড় খুঁটির সঙ্গে ধাক্কা লাগে সুইফট গাড়ির, আর তাতেই দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে ছিলেন ৪জন। চিকিৎসাধীন অবস্থায় শিশরাম ওলা (২০), ধর্মেন্দ্র জাট (১৯) এবং লোকেশ জাট (২০)-এর মৃত্যু ঘটে। আহত সুনীল জাট (১৫)কে চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।