চা বাগানের বাসিন্দাদের কৈলাসহর বিজেপি জেলা কার্যালয় ঘেরাও

আগরতলা, ৩ ফেব্রুয়ারি: আজ কৈলাশহর হীরাছড়া চা বাগানের বাসিন্দারা একত্রিত হয়ে কৈলাশহর বিজেপি জেলা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ওই এলাকায় একটি ন্যায্য মূল্যের দোকান নেই একটি ন্যায্য মূল্যের দোকান রয়েছে বাবুরবাজার এলাকায়। এতে করে অনেক কষ্ট হয় এলাকাবাসীদের কেননা গাড়ি ভাড়া দিয়ে সেখান থেকে গিয়ে রেশন আনা একপ্রকার তাদের পক্ষে দুষ্কর হয়ে পড়েছেন। পাশাপাশি তাঁরা হচ্ছে বাগান শ্রমিক বর্তমানে বাগান বন্ধ থাকার কারণে অনেকটা কষ্টে দিন কাটাচ্ছে দিনমজুরির কাজ করেছেন।

গত জানুয়ারি মাসের ২৯ তারিখ হীরাছড়া চা বাগানের এলাকাবাসীরা কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকারের কাছে একটি লিখিত ভাবে হীরাছড়া চা বাগান এলাকায় একটি ন্যায্য মূল্যের দোকান দেওয়ার জন্য দাবি জানিয়েছিল। মহকুমা শাসক প্রদীপ সরকার তাদের দাবির সাথে সহমত পোষণ করেছিলেন।

এলাকাবাসীদের অভিযোগ , শ্রীনাথপুর এলাকার বাসিন্দা কাছিম আলীর ছেলে মোঃ মোস্তফা মিয়া তাঁর একজন পঞ্চায়েত সচিব ওনার ছেলের স্ত্রীর নামে একটি ন্যায্য মূল্যের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে। এলাকাবাসীরা সেই ন্যায্য মূল্যের দোকান থেকে রেশন আনতে নারাজ পাশাপাশি মোহাম্মদ মুস্তাফা মিয়া তাদেরকে নাকি হুমকি প্রদান করছে ওর ঘর থেকে রেশন আনার জন্য।

এলাকাবাসীদের দাবি, হীরাছরা চা বাগান এলাকায় অনেক শিক্ষিত বেকার যুবক-যুবতী রয়েছে। তাই হীরাছড়া চা বাগান এলাকার যেকোনো কাউকে সেই ন্যায্য মূল্যের দোকানটি দেওয়া হোক। এরই দাবি নিয়ে আজ কৈলাশহর বিজেপি জেলা কার্যালয় ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এখানেই কাহিনী শেষ নয় কোন এক সময় হীরাছড়া চা বাগান এলাকার বাসিন্দারা কৈলাশহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্তের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *