সফলতা কোনো চূড়ান্ত সীমানা নয়, এটা একটা চলমান প্রক্রিয়া : সুধাংশু

আগরতলা, ৩ ফেব্রুয়ারি: সফলতা কোনো চূড়ান্ত সীমানা নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। সফলতা ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তাছাড়া, ডঃ বি আর আম্বেদকরের জীবনী সকলের কাছে অনুপ্রেরণার শ্রুত। আজ রাজ্যের তপশিলি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত ডঃ বি আর আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গোটা রাজ্যে থেকে টিবিএসই বোর্ডের প্রথম ১০ জনের মধ্যে এসসি ক্যাটাগরি যারা রয়েছে তাদের ৯ জন ছাএ-ছাএীকে ২৫ হাজার টাকা সহ গোল্ড মেডেল দেওয়া হয়েছে। পাশাপাশি,পশ্চিম জেলার বিভিন্ন স্কুলের মধ্যে এসসি ক্যাটাগরিতে ৬০% নাম্বার নিয়ে উর্ওীন ছাএ-ছাএীদের দেওয়া হয়েছে পুরস্কার। এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গোটা রাজ্যে থেকে টিবিএসই বোর্ডের এসসি ক্যাটাগরি ৪৭১ জনকে ১৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।

এদিন মন্ত্রী সুধাংশু দাস বলেন, আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজ্যের ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরো অনুপ্রাণিত করবে। সফলতা ধরে রাখার জন্য ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *