আগরতলা, ৩ ফেব্রুয়ারি: বাংলা হরফে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার বিষয়টি ছাত্র ছাত্রীদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে। তাতে ছাত্র ছাত্রীদের মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরীর বিরুদ্ধে মানবাধিকার কমিশনে নালিশ এবং এনসিসি থানায় মামলা রুজু করেছেন টিএসএফের সহ সভাপতি জন দেবর্বমা। বৈষম্যমূলক আচরণ এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য পর্ষদ সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
টিএসএফের সহ সভাপতি জন দেবর্বমা পুলিশ ও মানবাধিকার কমিশনে লেখেছেন, গত ২০২২ সালে সেপ্টেম্বর মাসে টিবিএসই-তে ককবরক ভাষার প্রশ্নপত্রটি রোমান এবং বাংলা উভয় স্ক্রিপ্টে ছাপানোর অনুরোধ পর্ষদের সচিবের কাছে টিএসএফের তরফ থেকে জমা দেওয়া হয়েছিল। তাছাড়া, রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেছেন কোনো শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে বাংলা লিপিতে ককবরক ভাষায় উত্তর লিখতে নির্দেশ দেওয়া হয়নি।
তবুও পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্র ছাত্রীদের রোমান হরফে পরীক্ষা দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন। তারই বিরোধিতা করে ড. ধনঞ্জয় গণ চোধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মানবাধিকার কমিশনে নালিশ এবং এনসিসি থানায় মামলা দায়ের করেছেন তিনি।

