করিমগঞ্জ (অসম) ৩ ফেব্রুয়ারি (হি.স.) : সোমবার করিমগঞ্জ জেলার প্রাক্তন সেনাকর্মীদের রেলি অনুষ্ঠিত হচ্ছে। এতে করিমগঞ্জের জেলা সৈনিক কল্যাণ আধিকারিক জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ের ব্যবস্থাপনায় আনিপুর বিদ্যানগর চৌমাথায় ওই প্রাক্তন সেনা কর্মীদের রেলি অনুষ্ঠিত হবে। ওই রেলিতে করিমগঞ্জ জেলার প্রাক্তন সেনা কর্মী, তাদের বিধবা, বীর নারী ও তাদের নির্ভরশীলদের উপস্থিত থাকতে জেলা সৈনিক কল্যাণ আধিকারিক অনুরোধ জানিয়েছেন।
2024-02-03

