আগরতলা, ৩ ফেব্রুয়ারি: ভারতবর্ষে জনগণের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার তিন মাসের বাজেট পেশ করেনি। তাছাড়া, এই বাজেটে কৃষকদের জন্য কম টাকা বরাদ্দ করা হয়েছে। আজ কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা করে একথা বলেন
রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর।
প্রসঙ্গত, আজ সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের তিন মাসের বাজেটের বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তাছাড়া, বাজেটের প্রতিলিপি পুরানো হয়েছে। এদিন উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর ও সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সভাপতি অগুর দেববর্মা।
পবিত্র কর এদিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের বাজেটে সবচেয়ে অবহেলিত হয়েছে কৃষক।