কুয়াশায় দৃশ্যমানতা কমল দিল্লিতে; রবিবার বৃষ্টির পূর্বাভাস, প্রভাবিত বিমান পরিষেবা

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লির ওপর থেকে কুয়াশার প্ৰভাব কাটছেই না, শনিবারও কুয়াশার চাদরে ঢাকা থাকল দিল্লির আকাশ-বাতাস। কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। আর তাই বিগত কয়েকদিনের মতো শনিবারও দিল্লি বিমানবন্দর থেকে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। প্রভাবিত হয়েছে রেল পরিষেবাও। ভাগলপুর-আনন্দ বিহার এক্সপ্রেস, পুরী-নতুন দিল্লি এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বিলম্বে চলাচল করছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে দিল্লি আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিলি ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। দিল্লিতে আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। রাজধানী দিল্লিতে এদিনও কনকনে ঠান্ডা বজায় ছিল, দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।