শাহজাহানকে ফের তলব ইডি-র

কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : সন্দেশখালির ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শাহজাহান শেখকে আবার তলব করেছে ইডি। আগামী ৭ ফেব্রুয়ারি সকালে সল্টলেকের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

যদিও শাহজাহান ইডি দফতরে যাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর আগে একটি সমন তিনি এড়িয়ে গিয়েছেন। এই নিয়ে তাঁকে দ্বিতীয় বার ডাকল ইডি। ই-মেল মারফত তাঁকে দ্বিতীয় সমনটি পাঠানো হয়েছে।

রেশন বণ্টনে ‘দুর্নীতি’র অভিযোগে গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সে দিন বাড়িতে তারা ঢুকতেই পারেনি। উল্টে বিক্ষুব্ধ জনতার হাতে মার খেয়েছিলেন ইডি আধিকারিকেরা। সেই ঘটনার পর থেকেই শাহজাহানের দেখা মিলছে না। ইতিমধ্যে আইনজীবী মারফত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন শাহজাহান।