বান্দিপুরে বন্য হাতির মৃত্যু; শোক প্রকাশ কেরলের বনমন্ত্রীর

কোঝিকোড়, ৩ ফেব্রুয়ারি(হি.স.): বান্দিপুরে বন্য হাতির মৃত্যু হওয়ায় শোকপ্রকাশ করেছেন কেরলের বনমন্ত্রী এ কে সসেন্দ্রান। তিনি শনিবার হাতির মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি এদিন আরও জানিয়েছেন যে ২ ফেব্রুয়ারি হাতিটিকে ওয়েনাড থেকে ধরা হয়েছিল। বন দফতর বেশ কয়েক ঘন্টার চেষ্টার পর হাতিটিকে ধরে তারপর কর্ণাটকে নিয়ে যায়, শনিবার তার মৃত্যু হয়।

কেরলের বনমন্ত্রী এ কে সসেন্দ্রান হাতির মৃত্যুর খবরকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে উল্লেখ করেন। মন্ত্রী আরও বলেন, প্রাণীটির মৃত্যুর খবর সবাইকে হতবাক করেছে। শুক্রবার রাতে কর্ণাটকের বান্দিপুরে নিয়ে যাওয়ার জন্য হাতিকে একটি ট্রাকে তুলে দুবার ট্রাঙ্কুলাইজার প্রয়োগ করা হয়।