দুর্গাপুরে শ্রমিক সংগঠন অশান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে হাজির ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা-সহ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন ধর্নামঞ্চ সংলগ্ন একটি অস্থায়ী রুমে তাঁদের সঙ্গে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, জেলায় বিশেষ করে দুর্গাপুরে দলের শ্রমিক সংগঠনের অন্তর্দ্বন্দ্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। লোকসভা নির্বাচনে জেলার পর্যবেক্ষক হিসেবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম ঘোষণা করার পাশাপাশি সবাইকে একসঙ্গে নিয়ে ভোটের কাজ করার নির্দেশ দিয়েছেন দলনেত্রী।

সূত্রের খবর, জেলায় দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও দুর্গাপুরে দলের শ্রমিক সংগঠনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। গত এক বছরে দুর্গাপুরে কখনও ডিএসপি, আবার কখনও বেসরকারি গ্রাফাইট কারখানায় তৃণমূল পরিচালিত ট্রেড ইউনিয়নের অন্তর্দ্বন্দ্বের খবর সামনে এসেছে।

জানা গিয়েছে, এদিনের সংক্ষিপ্ত বৈঠকে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী কার্যত ধমক দিয়ে বলেন, ‘দুর্গাপুরে ট্রেড ইউনিয়নে গন্ডগোলের খবর আমার জানা আছে। নিজেদের মধ্যে কেন এত অশান্তি হচ্ছে?’ যে বা যারা গন্ডগোল করছে তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করার পাশাপাশি পুলিশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন দলনেত্রী।

অন্য দিকে, সূত্র মারফত জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার কয়েকজন নেতার নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন দলের সাংগঠনিক কাজে তাঁরা কেন সক্রিয় নন। লোকসভা নির্বাচনে তাঁদের সক্রিয় হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী। দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাজকর্মে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত, কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়ার দাবিতে কলকাতার রেড রোডে শুক্রবার সকালে ৪৮ ঘণ্টার ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *