আগরতলা, ৩ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় অবিলম্বে স্কলারশিপ প্রদানের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আজ পরিষদের ছাত্ররা মহাকরণে গিয়ে অর্থমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশনে মিলিত হয়েছেন।
পরিষদের জনৈক ছাত্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় অধীনে ২০২২-২৩ অর্থবছরের কলেজ উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা ৫০০০ টাকা করো স্কলারশিপ পান নি। তবে, ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের স্মার্টফোন প্রদান করার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিন্তু গতবছরের ছাত্র ছাত্রীরা ওই স্কীম থেকে বঞ্চিত হয়েছেন। তাই অতিসত্বর ছাত্র ছাত্রীদের স্কলারশিপ প্রদানের দাবিতে মহাকরণে ডেপুটেশন প্রদান করা হয়েছে।