আগরতলা প্রেসক্লাব আয়োজিত স্পোর্টস ফেস্ট শুরু ৯ই, এন্ট্রি আহ্বান

 ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস সাব কমিটির ব্যবস্থাপনায় এবারকার স্পোর্টস ফেস্ট শুরু হতে যাচ্ছে ৯ ফেব্রুয়ারি থেকে। যদিও ব্যাডমিন্টন ইভেন্টের সিঙ্গেলস এর খেলা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এবারকার মাসাধিককাল ব্যাপী স্পোর্টস ফেস্টের অঙ্গ হিসেবে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মহকুমা ও জেলা ভিত্তিক আন্ত: প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। ‌১৩ ফেব্রুয়ারি হবে লুডো প্রতিযোগিতা। ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আগরতলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা। ২০ ফেব্রুয়ারি ক্যারাম প্রতিযোগিতা। ২১ ফেব্রুয়ারি টেবিল টেনিস প্রতিযোগিতা। ২৩ ফেব্রুয়ারি দাবা প্রতিযোগিতা এবং ২৪ ফেব্রুয়ারি চাইনিজ চেকার প্রতিযোগিতার পর ২৭ ফেব্রুয়ারি ব্যাডমিন্টন ডাবলস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‌ আজ, শনিবার স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষের পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এবারকার স্পোর্টস ফেস্টে শুধুমাত্র প্রেসক্লাবের সদস্য-সদস্যাবৃন্দ অংশগ্রহণ করতে পারবেন বলে স্থির হয়েছে।  স্পোর্টস ফেস্টের বিভিন্ন ইভেন্টে অংশ নিতে ইচ্ছুক প্রেসক্লাবের সদস্য সদস্যাদের ৫ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে প্রেসক্লাবে যোগাযোগ করে মিডিয়া হাউজের নাম এবং ফোন নম্বর সহ নিজের নাম জমা দিতে অনুরোধ করা হচ্ছে। বৈঠকে কনভেনার অভিষেক দে, সদস্য সন্তোষ গোপ, সিশান চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ‌ এবারের স্পোর্টস ফেস্টেও টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সুপ্রভাত দেবনাথ-এর উপর দায়িত্ব দেওয়া হয়েছে। ‌ প্রায় মাসাধিক কাল ব্যাপী এই স্পোর্টস ফেস্টকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য প্রেসক্লাবের সকল সদস্য সদস্যাকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে এবং সহযোগিতাও চাওয়া হয়েছে। স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।