দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেটকে ত্রিপুরা মার্চেন্টস এসোসিয়েশন সমর্থন জানিয়েছে : সুজিত রায়

আগরতলা, ১ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় ২০২৪-২৫ অর্থ বছরের জন্য যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন। দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বাজেটকে ত্রিপুরা মার্চেন্টস এসোসিয়েশন সমর্থন জানিয়েছে। আজ ত্রিপুরা মার্চেন্টস এসোসিয়েশনের বৈঠকের শেষে একথা বলেন সংগঠনের সম্পাদক সুজিত রায়।

এদিন তিনি বলেন, এই বাজেট যেহেতু অন্তর্বর্তীকালীন বাজেট তাই এতে বড় কোনো সিধান্ত নেই। কিন্তু সমাজের সাধারণ মধ্যবিত্তদের আর্থিক ভাবে সুবিধার জন্য কিছু সিধান্ত নেওয়া হয়েছে।

এদিন তিনি আরও বলেন, সমাজের মধ্যবিত্তদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বেশ কিছু সিধান্ত নিয়েছেন। তার মধ্যে, আয়কর কাঠামোয় কোনও রকম বদল নেই, খুচরো বিক্রেতাদের আয়করের উর্ধ্বসীমা ২ কোটি থেকে ৩ কোটি হয়েছে। কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমে ২২ শতাংশ হয়েছে।

তাছাড়া, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ২ কোটি বাড়ি দেওয়ার লক্ষ্য রয়েছে। মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *