আগরতলা, ১ ফেব্রুয়ারী: ফের অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে ফের শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন এস টি জি টি চাকুরী প্রত্যাশীরা।
জনৈক পরিক্ষার্থী জানিয়েছেন, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার ১৭ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর। এ–বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন জবাব মিলছে না। এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। কিন্তু দেখা গেছে টেট ১ এবং টেট ২ পরীক্ষার ফল প্রকাশ করেছে টিআরবিটি। এসটিজিটিদের ফল প্রকাশ করছে না।
তাঁদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আইনগত কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না।কিন্তু বর্তমানে সেই সমস্যা সমাধান হয়ে গেছে।তবু টি আর বিটি নিয়োগ করেছে না।তাই আজ আবারও অতিসত্বর ফল প্রকাশের দাবিতে টি আর বি টি দপ্তরে ডেপুটেশনে মিলিত হয়েছেন।