মহিলাদের আত্মনির্ভর করতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার: মেয়র

আগরতলা, ১ ফেব্রুয়ারি : মহিলাদের আত্মনির্ভর করতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। আজ ১৩ প্রতাপগড় বিধানসভার অন্তর্গত প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলের কমিউনিটি হলে পশ্চিমবঙ্গের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী উপস্থিতিতে শক্তি বন্ধন মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং এনজিও মহিলাদের নিয়ে “চাই পে চর্চা” শক্তি বন্ধন কর্মসূচিতে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

তাছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সদর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।

এদিন মেয়র বলেন, ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের আমলে ৫০০০ সহ সহায়ক দল ছিল। মাত্র পাঁচ বছরে বিজেপি সরকারের আমলে সহ সহায়ক দল ৫০ হাজারের উপর পৌঁছে গিয়েছে ।