আগরতলা, ১ ফেব্রুয়ারী: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার দাবিতে সরব হয়েছে টিএসইউ। এদিন সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে এক ডেপুটেশনে মিলিত হয়েছে।
সংগঠনের জনৈক ছাত্র জানিয়েছেন, ককবরক পরীক্ষায় পরীক্ষার্থীদের একচেটিয়াভাবে একটি লিপিতে, বিশেষ করে ছাত্র ছাত্রীদেরমবাংলা লিপিতে লেখার জন্য চাপের সম্মুখীন হতে হচ্ছে। তাই সংগঠনের দাবি বিগত বছরের মত এবছরও ককবরক পরীক্ষার্থীদের রোমান লিপি এবং বাংলা, উভয় লিপিতে লেখার ব্যবস্থা অব্যাহত রাখা হোক।
তাছাড়া, রাজ্যের কলেজগুলিতে ককবরক প্রশ্নপত্র ২টি স্ক্রিপ্টে মুদ্রিত করা হোক।যাতে পরীক্ষার্থীদের পরীক্ষার সময় কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়।