নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১ ফেব্রুয়ারি: সোনামুড়া মহকুমার অন্তর্গত বক্সনগর আর ডি ব্লক অধীনে কলমচৌড়া এলাকায় সাতটি ফিশারী ফার্মে মাছ চাষ এবং চারা পোনা উৎপাদন করা হয়। আর এই ফিশারি ফার্ম থেকে প্রতিবছর পহেলা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষ বাংলা সনে, এবং দুর্গাপূজার বিজয় দশমী উপলক্ষে, পৌষ সংক্রান্তি উপলক্ষে, সরকারি সুলভ মূল্যে মাছ প্রদান করে থাকে ফিসারি এফ এফ ডি থেকে।
ফিশারি থেকে ওই উৎসব অনুষ্ঠান সংক্রান্তি উপলক্ষে মাছ দেওয়ার ফলে বাজারে মাছের মূল্য অনেকটাই কম থাকে, তাতে এলাকার আমজনতার বিশালর উপকারে আসছে। ফিশারি দেখভাল করার জন্য পাঁচজন কর্মচারী রয়েছে।
গেল দুর্গাপূজার বিসর্জনের মূর্তির কাঠামগুলি পুকুরে এখনো ভাসমান, বিসর্জনের মূর্তিগুলির কাপড়, রং, খরগোছালি, কাঠ বাশঁ,পাটের সুতলি, কেমিক্যাল রং, ওই সব পচে গলে পুকুরের জল জল দূষিত হচ্ছে। দীর্ঘ চার থেকে পাঁচ মাস ধরে পুকুরের জলের রং স্বাভাবিকের চেয়ে পাল্টে যাচ্ছে। ফলে মাছ উৎপাদন থেকে চারাপোনা উৎপাদন অনেকটাই ব্যাহত হচ্ছে।
সাফাই কর্মীরাও এটি পরিষ্কারে কোনো উদ্যোগ গ্রহন করছে না। তাই দপ্তর এই বিষয়ে উদ্যোগ গ্রহন করুক, দাবি এলাকার সচেতন মহলের।