নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : দেশে বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ হয়ে ১৪৯ হয়েছে। লোকসভায় ২০২৪-২৫ আর্থিক বছরের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় এমনটাই বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
তিনি বলেন, এখন পর্যন্ত ১.৩ কোটি যাত্রী ৫১৭টি নতুন রুটে আকাশপথে যাতায়াত করছেন। যাত্রীদের সুবিধার জন্য, ভারতীয় বিমান সংস্থাগুলি ১ হাজারেরও বেশি নতুন বিমানের অর্ডার দিয়েছে।

