আগরতলা, ১ ফেব্রুয়ারী: গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ যৌথভাবে দুই বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৩৯ বস্তা চিনি উদ্ধার করে। সাথে বাড়ির মালিকদের আটক করা হয়েছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে থানায় খবর আসে দূর্গাপুর এলাকায় দুই বাড়িতে অবৈধভাবে চিনি মজুত করে রাখা আছে। সেই খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ ওই এলাকায় অভিযান চালিয়েছে। ওই অভিযানে মনির হোসেন এবং কেয়ারা খাতুনের বাড়ি থেকে ৩৯ বস্তা চিনি বাজেয়াপ্তর করা হয়েছে। তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।