নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : শেষ পর্যন্ত সব জল্পনা সত্যি করে ইডি-র হাতে গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইতিমধ্যেই হেমন্ত সোরেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। গ্রেফতারির বিরুদ্ধে তাঁর দায়ের করা এই মামলার শুনানি হবে আগামী শুক্রবার।
আর্থিক তছরূপ এবং জমি দুর্নীতি মামলায় বুধবার রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করেছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। এই গ্রেফতারি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন হেমন্ত। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই আর্জিও শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার হেমন্তের আর্জির শুনানি হবে। হেমন্তের হয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সিনিয়র অ্যাভভোকেট কপিল সিবাল এবং সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিঙ্ঘভি। হেমন্তের অ্যাডভোটেকের আবেদনের ভিত্তিতে শুক্রবার তিন বিচারপচির বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ শুনবে এই আবেদন। এই আবেদনের ভিত্তিতে ভারতের সলিসিটর জেনারাল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, ঝাড়খণ্ড হাইকোর্টেও একই আবেদন করা হয়েছে। তখন কপিল সিবাল আদালতকে জানান, ঝাড়খণ্ড হাইকোর্টের আবেদন প্রত্যাহার করা হয়েছে। এর পরই শুক্রবার এই আবেদনের শুনানি ধার্য হয়।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেনার জমি ভুয়ো নথির মাধ্যমে কেনাবেচা করার অভিযোগ রয়েছে। ইডি সূত্রে খবর, এই দুর্নীতি মামলার অধিকাংশ টাকার লেনদেনেরও তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে। সমস্ত বেআইনি আর্থিক লেনদেনের হদিশ মিলেছে ইতিমধ্যেই। ইডি-র হাতে সমস্ত তথ্যপ্রমাণ এসেছে বলে খবর। শুধু তাই নয়, বেআইনি পদ্ধতিতে কেনা সেনা জমিগুলির উপর হেমন্ত সোরেনের পরিবারের সদস্যদের প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগ রয়েছে। সে নথিও হাতে এসেছে ইডি -র। আরও খবর, যখন ইডি আধিকারিকরা হেমন্ত সোরেনকে এই মামলা নিয়ে প্রশ্ন করেন, তিনি সঠিক উত্তর দিতে পারেননি।
বুধবার হেমন্ত সোরেনকে সাত ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করেন ইডি আধিকারিকরা। ইডি-র হাতে হেমন্ত গ্রেফতারি নিশ্চিত হতেই মুখ্যমন্ত্রী বদলের সাক্ষী থেকেছে ঝাড়খণ্ড। গ্রেফতার হওয়ার আগেই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত। এরপর তাকে গ্রেফতার করা হয় । বিষয়টি নিয়ে এ বার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হেমন্ত সোরেন।