আরক্ষা দপ্তরের উদ্যোগে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু 

পানিসাগর, ৩০ জানুয়ারি: গোটা রাজ্যে আরক্ষা দপ্তরের উদ্যোগে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি পাওয়ার জন্য যারা আবেদন করেছিলেন তাদের নিয়োগের জন্য পানিসাগর মহকুমার উপ্তাখালি পুলিশ লাইনে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার থেকে।আগামী ১৫ দিন ব্যাপী ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া  চলবে। 

আজ সেই স্থান পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। পরিদর্শন শেষে তিনি জানান স্পেশাল এক্সিকিউটিভ অফিসার নিয়োগের জন্য ইন্টারভিউ চলছে। উত্তর জেলায় তিনটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিদিন একশ জনের ইন্টারভিউ নেওয়া হবে ।

 যারা স্পেশাল এক্সিকিউটিভ এর চাকরি পাবার জন্য ফর্ম জমা করছেন এবং এমন আছে যারা ইন্টারভিউ কার্ড এখনো পাননি। তারা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে জেলা পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন। তাছাড়া অসুস্থতার কারণে যদি কেউ সঠিক সময়ে ইন্টারভিউ যথাসময়ে দিতে না পারে তবে তাদের জন্য দুদিনের বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। 

_____________