কলকাতা, ৩০ জানুয়ারি (হি. স.) : কলকাতা সহ গোটা রাজ্যে জানুয়ারির শেষ দিনগুলিতে আবহাওয়ার পরিবর্তন দেখা গেছে। তাপমাত্রা হঠাৎ করে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার, আলিপুরে আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। একদিন আগে পর্যন্ত তাপমাত্রা ছিল ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রাও ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াসে বেড়েছে। যদিও তা এখনও স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। কলকাতা ছাড়াও হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ রাজ্যের অন্যান্য অংশে তাপমাত্রায় একইরকম সামান্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার থেকে টানা তিন দিন হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায়ও বৃষ্টি হবে কিন্তু কোথাও ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। এই কয়েক দিনে রাজ্যের তাপমাত্রাও বাড়বে।