ব্রাজিল, ৩০ জানুয়ারি (হি.স.) : প্রাক অলিম্পিক টুর্নামেন্টে তৃতীয় ম্যাচেও দাপুটে জয় পেল ব্রাজিল। টানা তৃতীয় ম্যাচ জিতে প্যারিস অলিম্পিকে জায়গা করে নিল ব্রাজিল।
অলিম্পিকের কনমেবল অঞ্চলের বাছাই পর্বে সোমবার ( ২৯ জানুয়ারি ) রাতে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকে জায়গা করে নিল তারা। ৯ পয়েন্ট পাওয়া ব্রাজিল এখন সবার ওপরে। ‘এ’ গ্রুপ থেকে সেরা হয়েই প্যারিস যাচ্ছে র্যামন মেনেজেসের শিষ্যরা।অন্যদিকে ইকুয়েডরের জন্য এটাই ছিল প্রাক অলিম্পিকের শেষ ম্যাচ। অলিম্পিকের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে।
৩ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ৯। ৪ ম্যাচ থেকে ইকুয়েডরের পয়েন্ট ৭। তাদের আর ম্যাচ বাকি নেই। স্বাগতিক ভেনিজুয়েলা ৩ ম্যাচে পেয়েছে ৫ পয়েন্ট। পরের ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ৮। ব্রাজিল তাই পরের ম্যাচে হারলেও কোনো বিপদের সম্ভাবনা নেই।

