যুব বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড

ব্লুমফন্টেইন, ৩০ জানুয়ারি (হি.স.) : অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতের যুব দল। গ্রুপ লিগে টানা তিনটে ম্যাচ জিতে সুপার সিক্সে উঠেছে ভারতের যুব দল।
আজ ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড।ভারত ব্যাটিং ও বোলিং দুই বিভাগে যে ভাবে পারফর্ম করছে, তাতে ভারতীয় টিম বড় পরীক্ষা হতে চলেছে কিউয়িদের। ভারত এর আগে পাঁচবার যুব বিশ্বকাপ জিতেছে। গতবারের চ্যাম্পিয়নও ভারত। তাই এ বারের বিশ্বকাপেও হট ফেভারিট মুশির খান, অর্শিন কুলকার্নিরা।সর্বোচ্চ রানের তালিকায় রয়েছেন মুসির । তবে অতিমাত্রায় আত্মবিশ্বাসী হতে চাইছে না ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দেখে শুনে এগোতে চাইছে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা।