মধ্যপ্রদেশের রাজগড় জেলায় সোলার পাম্প সহ ৯০ হাজার টাকার জিনিসপত্র চুরি

রাজগড়, ৩০ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় সোলার পাম্প সহ ৯০ হাজার টাকার জিনিসপত্র চুরি করেছে দুষ্কৃতীরা। রাজগড় জেলার সারাংপুর থানা এলাকার নারায়ণপুর গ্রামের একটি খামার থেকে পাঁচ হর্স পাওয়ারের সোলার পাম্প ও স্টার্টার চুরি করেছে দুষ্কৃতীরা। যার দাম ৯০ হাজার টাকা বলে জানা গিয়েছে। মঙ্গলবার পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেছে।
নারায়ণপুর গ্রামের বাসিন্দা গোবিন্দ (৩৮) জানান, সোমবার রাতে কিছু দুষ্কৃতী গোপনে খামারে তৈরি কূপ থেকে পাঁচ হর্স পাওয়ারের সোলার পাম্প, ১৩০ ফুটের তার ও স্টার্টার চুরি করে নিয়ে যায়। যার মূল্য ৯০ হাজার টাকা। পু‍লিশ এই তথ্য জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুষ্কৃতীর বিরুদ্ধে ৩৭৯ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । দুষ্কৃতীর খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ।